শৌভিক সান্যাল:
রাজ্যভাগ করতে পারে একমাত্র পার্লামেন্ট-ই। পাহাড়ে গিয়ে রংবাজি করে মিটিং করতে গেছে। যতক্ষণ-না পাহাড় শান্ত হচ্ছে ততক্ষণ পাহাড়ে থাকব। তারপর পালিয়ে এলেন। সজ্ঞানে এরকম মিথ্যে কথা বলার লোক কিন্তু আমার মনে পড়ছে না!
এমন সব অনেক কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
অরুণাভ ঘোষের আগুনঝরা সাক্ষাৎকার দেখুন সঙ্গের ভিডিয়োতে