দেবক বন্দ্যোপাধ্যায় :
দয়া করে পশ্চিমবঙ্গে কংগ্রেসটা তুলে দেবেন না — এই মর্মে রাহুল গান্ধিকে চিঠি দিলেন অরুণাভ ঘোষ। বিজেপি বিরোধিতার কারণ দেখিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে সখ্যতা বাড়ালে সাইনবোর্ডটাও যে আর থাকবে না তা কয়েকদিন ধরেই বলা শুরু করেছেন কংগ্রেসের আইনজীবী ও বাগ্মী নেতা অরুণাভ। রাজ্যসভা নির্বাচনে নিজের প্রার্থীপদ নিশ্চিত করার জন্য প্রদীপ ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন বলেই ধারণা করেছিল রাজনৈতিক মহল। অরুণাভ প্রথম দিনেই প্রদীপের এই আচরণের সমালোচনা করেছিলেন। রাজ্যের বহু কংগ্রেস কর্মী যাঁরা বিবিধ প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে কংগ্রেস করছেন, প্রদীপের এই আচরণ তাঁদের শুধু আহত নয়, অপমান করেছে বলেই মনে করেন অরুণাভ। এমনিতে রাজনীতিতে ঠোঁট কাটা বলে পরিচিত অরুণাভ এবার সরাসরি চিঠি দিলেন রাহুলকে। তৃণমূল কংগ্রেসের দল ভাঙানোর রাজনীতি এই রাজ্যে কংগ্রেসকে ক্রমশ তাৎপর্যহীন করেছে বলে চিঠিতে লিখেছেন তিনি। আবার সেই তৃণমূলের কাছাকাছি এসে কংগ্রেসের বারোটা বাজবে বলেও রাহুলকে জানিয়েছেন তিনি। তৃণমূল যখন যে দলের সঙ্গে থেকেছে তাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে বলেও রাহুলকে মনে করিয়ে দিয়েছেন অরুণাভ।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-