নীল বণিক:
রাজ্য পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু রাজ্য মানবাধিকার কমিশনের কোপে এবার বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল।
তাঁর পুলিশকে বোমা মারার দাওয়াই আর বিরোধীদের চোখ উপড়ে ফেলার ভাষণ বীরভূমের পুলিশ সুপারের চোখ এড়িযে গেলেও চোখ এড়ায়নি রাজ্য মানবাধিকার কমিশানের চেয়ারম্যান গিরিশচন্দ্র গুপ্তের।
রাজ্য মানবাধিকার কমিশন সূত্রের খবর, বীরভূমের পুলিশ সুপারের কাছে কেষ্টর ভাষণ সংক্রান্ত রিপোর্ট চেয়েছেন কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি। ভিডিয়ো ফুটেজ দেখে কেন সুয়োমুটো এফআইআর করা হয়নি তাও বীরভূমের পুলিশ সুপারের কাছে জানতে চান তিনি। এমনকি বীরভূমের প্রশাসনকে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নির্দেশ এ যাবৎ বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রতর করা মন্ত্যবের সবকটি ভিডিয়ো ফুটেজ জমা দিতে হবে। স্বভাবতই রাজ্য মানবাধিকার কমিশনের এই নির্দেশের পর ‘চাপে’ বীরভূম জেলা পুলিশ।
আর তার সঙ্গে কী একটু হলেও চিন্তিত অনুব্রত মণ্ডল! কেননা মমতা বন্দোপাধ্যাযের সরকারের আমলে বিগত দিনে সেভাবে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কোনও ব্যাবস্থা নেয়নি প্রশাসন।
গিরিশচন্দ্র গুপ্তের আমলে অন্তত ব্যবস্থা নেওয়ার একটা উদ্যোগ অন্তত চোখে পড়ল। বলছে রাজনৈতিক মহল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan