চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক:
নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান ও দুই মেদিনীপুরের পরিচিত রাজনৈতিক মুখ জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন কিছুদিন আগে। রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন আছে যে শুভেন্দুই নাকি ওঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছিলেন। মুখ্যমন্ত্রীও প্রকাশ্য মঞ্চে সেই ইঙ্গিত দিয়েছিলেন।
জামিনে ছাড়ি পাবার পর একপ্রকার চুপচাপ ছিলেন আনিসুর। তাঁর অনুগামীরা প্রতিশোধের আগুনে ফুটলেও আনিসুর ছিলেন শান্ত। এবার প্রথম নাম না করে শুভেন্দুকে বার্তা দিলেন আনিসুর। সমাজমাধ্যমে লিখলেন:
আমি আনিসুর রহমন।
অবিভক্ত মেদিনীপুরের অতি পরিচিত আপনাদের একজন। আপনারা জানেন গত কয়েক বছর বহু মিথ্যা কেসে, মেদিনীপুরের গদ্দার মীরজাফর, রাজনৈতিক দস্যু ও গনতন্ত্র হত্যাকারী আমায় আইনি সমস্যায় হেনস্থা করেছেন,নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।
আমি এখনো বলছি,পুর্ব মেদিনীপুরে রাজনৈতিক মোকাবিলায় আমার সাথে আজন্ম না পারার জ্বালায় ওই মীরজাফর এসব কুটনৈতিক পন্থায় প্রতিশোধ নিচ্ছিল।
কিন্তু আনিসুর এখনো ভাঙ্গেনি। আমি ফিরছি স্বমহিমায়।অপেক্ষার আর কয়েকদিন। আমার রাজনৈতিক শত্রু ও তার সাথে সাথ দেওয়া জগৎ শেঠ দের আমি দেখব রাজনৈতিক ভাবেই। আর আপনারা যারা আমায় এখনো সেই জায়গায় ভাবার সুযোগ দিয়েছেন তাদের জন্য আমি আনিসুর রহমন রইলাম।
আপনাদের সেবায় সারাজীবন আমি ছিলাম আছি থাকবো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news