মধুকল্পিতা চৌধুরী :
পাইকপাড়া ‘আনন্দ কমপ্লেক্স’-এর পুজো এবারে ২৮ বছর পূর্ণ করল। বিগত তিন বছর ধরে তাঁরা থিম পুজোর আয়োজন করে আসছেন। এবছরে তাঁদের থিম ‘সামাজিকতায় সার্থকতা, পুজোয় সফলতা’। শুধুমাত্র দেবীর আরাধনা নয়, এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ কর্মেরও আয়োজন করে থাকেন উদ্যোক্তারা। তাদের এই সামাজিক কাজে সহযোগীতায় রয়েছেন পেটালস।মূলত দুস্থ, গরীব বাচ্চাদের দিকেই বিশেষ নজর দেওয়া হয়। তাঁদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগীতা।
থাকছে সিনেমা দেখার ব্যবস্থাও।এর পাশাপাশি দুস্থ প্রবীণ নাগরিকদের জন্য থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমিষ ও নিরামিষ দুই ধরণের পদ থাকছে মেনুতে।
এর পাশাপাশি এবছরে ‘আনন্দ কমপ্লেক্স’ পুজো কমিটির পক্ষ থেকে ‘বিদ্যুৎ বাঁচাও’-এর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো মোমবাতির আলোতেই করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan