চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গতকাল রাতেই টুইট করে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত। দেশজুড়ে শুরু হয়েছে প্রিয় অভিনেতা আরোগ্য কামনায় প্রার্থনা। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, আপতত অভিনেতা অনেকটাই সুস্থ রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও শাহেনশাহ দ্রুত সুস্থতা কামনায় কলকাতায় হোমযজ্ঞের আয়োজন করলেন তাঁর ভক্তরা। রবিবার ছুটির দিনে উত্তর কলকাতায় শ্যামবাজার এলাকায় একটি শিব মন্দিরে এলাকাবাসীরা এই যজ্ঞের আয়োজন করেছেন। ঘটনাচক্রে, এই কলকাতা মহানগরী একসময় ছিল অমিতাভ বচ্চনের কর্মস্থল। যখনই তিনি কলকাতায় আসেন নস্ট্যালজিক হয়ে পড়েন নিজের কর্মজীবন প্রসঙ্গে।
পাশাপাশি অভিনেতার অনুগামীরা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন বিগ বি যেন খুব তাড়াতাড়ি করোনা ভাইরাস থেকে মুক্তি পান। আমাদের সকলের অভিনেতা অমিতাভজি দ্রুত সুস্থ হয়ে অভিনয়ে ফিরে আসুন। প্রসঙ্গত, করুণা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হলে অমিতাভ বচ্চনকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনাচক্রে শাহেনশাহ সঙ্গে তাঁর পুত্র অভিষেক ও নাতনি আরাধ্যা কোভিড-১৯ (Covid-19) সংক্রমণে সংক্রমিত হয়েছেন। নাতনির সংক্রমিত হওয়ার ঘটনা মানসিকভাবে আঘাত পেয়েছেন অমিতাভ। যদিও করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া ও পুত্রবধূ ঐশ্বর্যার।
এমন খবর পাওয়ার পর ভক্তরা যজ্ঞে গোটা বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাদের কথায়, বচ্চন পরিবার গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ভারতের জনতাকে বিনোদন দিয়ে আসছেন। তাই আমরা চাইব সেই পরিবার দ্রুত সুস্থ হয়ে আগামী দিনে যেন আমাদের সবাইকে আরো বেশি বিনোদন দিতে পারেন।