সূর্য সরকার।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই বৃষ্টিপাত হয়।
আগামীকাল থেকে উত্তরবঙ্গে ঘন কুয়াশা। হালকা কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘন কুয়াশা হবে বিহার, উড়িষ্যা সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। অরুণাচল সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বৃষ্টি। তুষারপাতের সম্ভাবনা সিকিম ও অরুণাচলে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিকের ২ ডিগ্রি ওপরে। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি ওপরে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৭-৯৮ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়। সোমবার আর ও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এর প্রভাবে ফের আবহাওয়ার পরিবর্তন ।