সূর্য সরকার।
হাওড়া (Howrah) মাছ বাজারের রেফ্রিজারেটর থেকে উদ্ধার মৃতদেহ। সোমবার গোলাবাড়ি থানার পুলিশ হাওড়ার মাছের বাজারে হানা দিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ছোটন রাই নামের এক কর্মচারীর বলেই পুলিশ সূত্রে খবর। সে মাছের বাজারেই কাজ করত বলে পুলিশ সূত্রের খবর। ওই ব্যক্তিকে খুবই নৃশংস ভাবে খুন করা হয়েছে বলেই দাবি পুলিশের। এই খুনের ঘটনায় অপর এক শ্রমিককে আটক করা হয়েছে। মৃতদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে ও আঘাতের কারণে প্রচুর রক্তপাত হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। মৃত ছোটন রাই ও আটক ব্যক্তি উভয়েই বিহারের (Bihar) একই গ্রামের বাসিন্দা।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে আরও দু’জন এই ঘটনার সঙ্গে যুক্ত। পুরোনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলেই মনে করছে পুলিশ। বাকি দুই জনের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news