.নিজস্ব সংবাদদাতা :
ফিফা টুরনামেন্টে কার মাথায় উঠবে জয়ের মুকুট? এই নিয়ে একটা দারুন তর্ক চলতে পারে ঠিকই কিন্তু শেষ ম্যাচের শেষ বাঁশির আগে বলা অসম্ভব টুরনামেন্টে শেষ হাসি হাসবে কে! তবে কলকাতার ফুটবল পাগলদের জন্য সুখবর এটাই, শেষ হাসির সেল্ফি যিনি তুলবেন তিনি তিলোত্তমার মাটিতে দাঁড়িয়েই তুলবেন। কারন এই বছর অক্টোবরে ফিফা ইউ ১৭-র দশ দশটি ফাইনাল খেলাই হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুর্নামেন্টের ‘হোস্ট সিটি’ কলকাতার লোগো প্রকাশ্যে আনলেন। সঙ্গের ছবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন, টুর্নামেন্টের প্রোজেক্ট ডিরেক্টর জয় ভট্টাচার্য, টুর্নামেন্টের ডিরেক্টর জাভিয়ের সুপারি এবং মন্ত্রী অরুপ বিশ্বাস।