চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক:
চলতি সপ্তাহে ফের ভোগান্তির বাড়বে নিত্য ট্রেনযাত্রীদের। রেল সূত্রের খবর, শিয়ালদহ মেন শাখায় ১৪৩ টি লোকাল ট্রেন বাতিল থাকবে আগামী শনি ও রবিবার। শিয়ালদহ মেন শাখায় দমদম জংশনে ইন্টার লকিংয়ের কাজ চলবে, যার জেরে আগামী ১৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ ভোর ৪ টে পর্যন্ত বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন।
১৪৩ টি লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি, ৪৬ টি ট্রেনের রুট পরিবর্তন করা হবে, রেল সূত্রে খবর। এছাড়াও ৩ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বোঝাই যাচ্ছে এরফলে বহু যাত্রী দুর্ভোগে পরতে চলেছে এই ৫২ ঘন্টা। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের আরও ভালো পরিষেবা দিতেই এই কাজ করা হচ্ছে।
পূর্ব রেল সূত্রে খবর, এই শাখায় মোট ৮৯২টি ট্রেন চলে। তার মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে, অর্থাত্ ৩৭ শতাংশ ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। লোকাল ট্রেন ছাড়াও তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিলের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সেগুলি হল, শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস।