নিজস্ব সংবাদদাতা
জেউনইউর আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে মধ্যরাতে খণ্ডযুদ্ধ পুলিশের। জেএনইউর স্কুল অফ লাইফ সায়েন্সের প্রফেসর অতুল জোহরির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন ৯জন ছাত্রী। তারপরেও গ্রেফতার তো দূরে থাক, এখনও নিজের পদেই বহাল রয়েছেন ওই প্রফেসর। তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার রাতে বসন্ত কুঞ্জ থানার সামনে আন্দোলন করছিলেন ছাত্রছাত্রীরা। সেইসময় পুলিশ তাদের তুলে দিতে চায়। এরপরই খণ্ডযুদ্ধ বাধে। দক্ষিণ পশ্চিম দিল্লির পুলিশ কমিশনার জানিয়েছেন, আইন আইনের পথেই চলবে। মঙ্গলবার প্রফেসর অতুল জোহরিকে থানায় ডাকা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই পরবর্তী