চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
১৪ হাজার ফুট উচ্চতায় লাদাখে ৭৪তম স্বাধীনতা দিবস পালন করল ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP)। পাশাপাশি প্যাংগং হ্রদের বাঁধের উপর পতাকা হাতে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দিতে দিতে রুট মার্চ করল বাহিনীর সদস্যরা।
একইসঙ্গে আজ আইটিবিপি’র টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জওয়ানদের সঙ্গে হেড কনস্টেবল অর্জুন খেরীয়াল ও কনস্টেবল শোভন বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীত গাইছেন।
ऐ वतन, वतन मेरे आबाद रहे तू…
Head Constable Arjun Kheriyal and Constable Sovan Banerjee of ITBP sing on #IndependenceDay2020 #IndependenceDayIndia#15August#स्वतंत्रतादिवस pic.twitter.com/myOIahhsEY— ITBP (@ITBP_official) August 15, 2020
প্রসঙ্গত, এই বছর আইটিবিপি’র ২১ জন জওয়ানকে বীরত্বের পুরস্কার দেওয়ার সুপারিশ করা হয়েছে। যাঁরা এ বছর মে ও জুন মাসে চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে পরাক্রম দেখিয়েছে। জওয়ানদের জন্য গ্যালান্ট্রি পদকের সুপারিশ করেছেন ডিরেক্টর জেনারেল এস এস দেশবাল। সূত্রের খবর, জুন মাসে পূর্ব লাদাখে চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে যেসব ভারতীয় জওয়ানরা শহীদ হয়েছেন, তাঁদেরকেও এই সম্মান জানানোর কথা বলা হয়েছে।