বিশেষ সংবাদদাতা
ফের অডিয়ো বার্তা বহিষ্কৃত মোর্চা নেতা গুরুঙ্গের।
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আগে অডিয়ো বার্তা দিলেন তিনি। রাজ্য সরকারকে অডিয়ো বার্তায় একপ্রকার হুমকি দিয়েছেন গুরুঙ্গ। বলেছেন, দুসপ্তাহ পরেই তিনি দিল্লিতে যাবেন। সেখানে গিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন। দার্জিলিং নিয়ে কেন্দ্রীয় সরকারকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার আবেদন জানাবেন বলে জানিয়েছেন প্রাক্তন মোর্চা সুপ্রীমো। স্বভাবতই মুখ্যমন্ত্রীর সফরের সময় পাহাড়ে অডিয়ো বার্তা প্রকাশ হওয়ায় অস্বস্তিতে পুলিশ প্রশাসন। গুরুঙ্গের বার্তা পুলিশের হাতে আসার পরেই আসরে পুলিশ কর্তারা। কোথা থেকে এই অডিয়ো বার্তা এল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাছাড়া এই অডিয়ো বার্তা সত্যিই বিমল গুরুঙ্গের কিনা তাও দেখছেন গোয়েন্দারা। কারন এর আগে বেশ কয়েকটি অডিয়ো বার্তা গুরুঙ্গের নাম করে ছড়ান হয়েছিল। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কিনা তাও তদন্ত করছেন গোয়েন্দারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan