Home / Uncategorized / হাম দো হামারে এক

হাম দো হামারে এক

নীল বনিক :

‘হাম দো হামারে দো’। সরকারের এই নীতিকে বর্তমান সময়ে বেশিরভাগ মহিলাই ফলো করছেন না। কেন্দ্রীয় সরকারের পরিবার কল্যান মন্ত্রকের নীতি অনুয়ায়ী একজন দম্পতি দুজন সন্তান নিতে পারেন। তবে বর্তমানে হাম দো হামারে দো’র নীতি থেকে সরে আসছেন শহুরে মহিলারা। চাকুরিজীবি মহিলাদের পয়ষট্টি শতাংশ মহিলাই এখন চাইছেন একজন সন্তান। গোটা দেশে সমীক্ষা করে এমন তথ্যই পেয়েছে অ্যাসোচ্যাম। কলকাতা মুম্বাই দিল্লী ও চেন্নাইতে সমীক্ষা চালায় অ্যাসোচ্যাম। প্রত্যেকটি শহরে পাঁচশো জন মহিলার উপর সমীক্ষা চালায় সংস্থাটি। এক সন্তানের পক্ষে মত দেওয়ার ব্যাপারে চারটি বিষয় মূলত উঠে এসেছে। বর্তমান সময়ে শহরের অধিকাংশ মহিলারাই কর্মরত। তাই তারা কেরিয়ারের কথা চিন্তা করে এক সন্তানের বেশি নিতে চাইছেন না। তারপরে সন্তান মানুষ করাটাও যথেষ্ট ব্যায়বহুল। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা যথেষ্ট ব্যায়বহুল। প্রাথমিক শিক্ষাতে এত টাকা ব্যায় করতে হচ্ছে যে সেখানেই হিমশিম খেতে হচ্ছে মায়েদের। তার থেকে এক সন্তান নিলে সাধ্য মত ব্যায় করা যায়। আর দুই সন্তান নিলে সীমাবদ্ধ আয়ের থেকে দুই সন্তানের পিছনে খরচা করা সম্ভব হয় না বলে সমীক্ষাতে উঠে এসেছে। সারা দেশের ৬৫ শতাংশ মহিলাই এক সন্তানের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন অ্যাসোচ্যামের পূর্বাঅঞ্চল  ডিরেক্টার পারমিন্দার জিৎ কাউর।

 

Spread the love

Check Also

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

কেমন হল শ্রীপর্ণার বিয়ের কার্ডের ডিজাইন?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, স্টুডিয়ো পাড়ায় এখন বিয়ের মরসুম।নভেম্বর-ডিসেম্বর মাসজুড়ে বাজবে বিয়ের বাজাই। চলতি মাসের …

Miss Universe 2023 নিকারাগুয়ার শেনিসের মাথায় বিজয় মুকুট!

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, জীবনের খাতায় উজ্জ্বল মুহূর্ত যে বারে বারে রচনা করেন সুন্দরীরাই, ইতিহাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *