নিজস্ব সংবাদদাতা
সেনার গুলিতে মৃত্যু হল সুঁজুয়ান কাণ্ডে মূল অভিযুক্ত মুফতি ওয়াকাসের। সোমবার কাশ্মীরের অবন্তীপুরায় সেনার সঙ্গে গুলিযুদ্ধ চলাকালীন জৈশ-এ-যহম্মদ জঙ্গি মুফতির মৃত্যু হয়। সূত্রের থেকে খবর পেয়ে সেনার স্পেশাল অপারেশন গ্রুপ অবন্তীপুরের হাটওয়ার এলাকা ঘিরে ফেলে। ওই এলাকারই একটি বাড়িতে সার্জিকাল অ্যাটাক চালিয়ে ওই জঙ্গিকে মারা হয়। ঘটনায় আর কারও হতাহত হওয়ার খবর নেই। সেনার তরফে জানানো হয়েছে, ওয়াকাস ২০১৭ সালে কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করে এবং ভারতে জৈশের হয়ে ফিদাইন হামলার ছক কষছিল। তাঁর নির্দেশেই ১০ ফেব্রুয়ারী সুঁজুয়ান সেনা ছাউনিতে হামলা চালায় জৈশের জঙ্গিরা। ওয়াকাসের মৃত্যু জৈশের কাছে বড় ধাক্কা হিসেবে দেখছে সেনা।
Check Also
চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক
ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …
আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ
জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …
নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই
সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …