তমাল মাহাতো
সুনীল ছেত্রী কবে অবসর নেবেন? যা খবর, চলতি মরশুমের পরেই সুনীল অবসর নেবেন। সুনীল ঠিক করেছেন, বেঙ্গালুরু এফসি থেকেই অবসর নেবেন। ভারতীয় ফুটবলের এক নম্বর ব্র্যান্ড এখন সুনীল। তিনি জীবনের সেরা ফর্মে। বেঙ্গালুরুতেই অ্যাপার্টমেন্ট নিয়েছেন। সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের নামি তারকা। কয়েকদিন আগে পদ্মশ্রী পেয়েছেন। কলকাতার মেয়ে সোনমকে বিয়ে করেছেন। দোল খেলতে কলকাতায় এসেছিলেন। মজা করেছেন। শ্বশুড়বাড়িতে রং খেলছেন। সুনীল ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ‘এ বছরের পরই হয়তো খেলা ছাড়তে পারেন।’