ওয়েব ডেস্ক
উত্তর প্রদেশের রাজনৈতিক পটচিত্রে পরিবর্তন আনতে বদ্ধপরিকর বলে জানালেন কংগ্রেসের পূর্ব উত্তর প্রদেশের সভাপতি প্রিয়ঙ্কা গাঁধী। এদিন এক খোলা চিঠিতে প্রিয়ঙ্কা লেখেন, মানুষের সমস্যা শুনতে তিনি বাড়ি বাড়ি যাবেন। বাস, ট্রাম, সাইকেল এমনকি গঙ্গায় নৌযাত্রা করে সাধারন মানুষের কাছে পৌঁছবেন বলে লেখেন তিনি। রবিবার জনগনের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এমনই বার্তা দিলেন প্রিয়ঙ্কা গাঁধী। আজ প্রয়াগরাজ থেকে বারাণসীর নৌকা বিহারের আগে জনগনের উদ্দেশে এই চিঠি লেখেন প্রিয়ঙ্কা । তিনি চিঠিতে উত্তর প্রদেশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা বলেন। প্রিয়ঙ্কা বলেন উত্তর প্রদেশের স্থবির রাজনৈতিক পরিস্থিতির ফলেই রাজ্যের যুব সমাজ, নারী, কৃষক ও শ্রমজীবীরা ভুগছেন। সত্য এবং সংকল্পের মাধ্যমে উত্তর প্রদেশে রাজনৈতিক পরিবর্তন আনা হবে বলে লেখেন পূর্ব উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি। প্রিয়ঙ্কা তাঁর চিঠিতে লিখেছেন, শুধু রাজনৈতিকভাবেই নয় আত্মিকভাবেও তিনি জড়িয়ে এই রাজ্যের সঙ্গে।