নিজস্ব সংবাদদাতা
ভোটের আগে শহর থেকে অস্ত্র সহ গ্রেফতার ২ ব্যক্তি। ধৃত দুই ব্যক্তির নাম বিকাশ মন্ডল ও রাজা হালদার। ধৃতেরা কসবার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর,আজ খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, গুলির ম্যাগাজিন, ৩টি কার্তুজ ও একটি ওয়ান শাটার পিস্তল উদ্ধার হয়। কি ভাবে তাদের কাছে এই অস্ত্র আসল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।