ওয়েব ডেস্ক
আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন না লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। গতবার ইন্দোর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন সুমিত্রা মহাজন। উল্লেখ্য, বিজেপির দলীয় নিয়ম অনুযায়ী, ৭৫ বছর বয়স পর্যন্ত কোনও সদস্য নির্বাচনে টিকিট পেতে পারেন। আগামি ১২ই এপ্রিল ৭৬ বছরে পড়বেন সুমিত্রা মহাজন। তার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন সুমিত্রা, এমনটাই মনে করা হচ্ছে।
ইন্দোর লোকসভা কেন্দ্র থেকে এখনও কোনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। শুক্রবার এক বিবৃতি দিয়ে সুমিত্রা মহাজন বলেন, “ইন্দোর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা নিয়ে দলের মধ্যে এত সংশয় কেন? হয়তো দল কোনও সিদ্ধান্ত নিতে দ্বিধা করছে।সেজন্য আমি ঘোষণা করছি আসন্ন নির্বাচনে আমি লড়ব না। দল দ্বিধাবিভক্ত হয়ে, খোলা মনে সিদ্ধান্ত নিতে পারে।”
আগেই মনে করা হচ্ছিল বিজেপির এই ৭৫ বছর বয়সসীমা জয়ী গতবারে প্রার্থীদের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। এবারেই বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় স্থান হয়নি মুরলী মনোহর জোশী, লালকৃষ্ণ আদবানীর। গত সপ্তাহে সুমিত্রা মহাজনও ইঙ্গিত দিয়েছিলেন দল যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবেন। কিন্তু তারপরেও ইন্দোর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীর নাম ঘোষণা না করায় নিজেই এগিয়ে এসে লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন।
উল্লেখ্য, ইন্দোর লোকসভা কেন্দ্র থেকে কৈলাস বিজয়বর্গীয়, ইন্দোরের মেয়র মালিনী গৌড়, মধ্য প্রদেশের বিধায়ক ঊষা ঠাকুর, বিধায়ক ভঁবর সিংহ শেখাবত ও শঙ্কর লালবানির নাম নিয়ে পর্যালোচনা চলছে। আগামি ১৯মে ইন্দোরে নির্বাচন হবে।