Home / TRENDING / লেবাননে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫, আহত ৫ হাজার

লেবাননে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫, আহত ৫ হাজার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

লেবাননের রাজধানী বেইরুটে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫। বুধবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামদ হাসান একথা জানিয়েছেন। প্রথমে মৃত্যুর সংখ্যা ১১৩ জানানো হয়েছিল। তারপর সন্ধ্যায়  স্বাস্থ্যমন্ত্রী জানান, মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫।   আহত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। ভেঙে পড়েছে আশেপাশের প্রায় ১২টি বাড়ি। 

গত এক দশকে এত বড় দুর্ঘটনা সম্মুখীন হয়নি লেবানন। রাজধানী শহর বেইরুট কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ২০০ কিলোমিটার দূরে সাইপ্রাসের মানুষ সেই শব্দ শুনতে পেয়েছেন বলে দাবি। এ দুর্ঘটনা প্রসঙ্গে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মহম্মদ ফাহমি জানিয়েছেন, ২০১৪ সাল থেকে বন্দরের একটি গুদাম ঘরে প্রায় ২৭০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট জমা করা হয়েছিল। কাল কোনওভাবে সেই গুদামে আগুন লেগে যায় যার ফলেই এই বিস্ফোরণ হয়। 

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *