ওয়েব ডেস্ক
বালাকোটে ভারতের হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করায় বিশিষ্ট টেকনোক্র্যাট এবং বহির্ভারতে কংগ্রেসের প্রচারের দায়িত্বে থাকা নেতা স্যাম পিত্রোদাকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি সোশাল মিডিয়ায় ট্যুইট করে বলেন, ‘পাকিস্তান ন্যাশনাল ডে’ উপলক্ষ্যে কংগ্রেসের এক নেতা পাকিস্তানের হয়ে কথা বলছেন। তাও আবার ভারতীয় বায়ুসেনাকে অপমান করে। মোদী বলেন, এটা নতুন ভারত, এখানে জঙ্গিদের তাদের ভাষাতেই উত্তর দেওয়া হবে।
উল্লেখ্য, বহির্ভারতে কংগ্রেসের প্রচারের দায়িত্বে থাকা স্যাম পিত্রোদা বলেছিলেন, পুলওয়ামার ঘটনার জন্য গোটা পাকিস্তানকে দায়ি করা উচিত নয়। বালাকোটে হামলার বিষয়ে পিত্রোদা বলেন, এই ঘটনায় বিদেশী মিডিয়া বিকল্প মত পোষন করছে। এবং দেশবাসীর সত্যটা জানার অধিকার রয়েছে। ভারতীয় বায়ুসেনা যদি ৩০০ জন জঙ্গি মারে সে তো ভাল কথা, কিন্তু তার আরও প্রমাণ দিতে হবে বলে সাক্ষাৎকার দেন পিত্রোদা।
মোদী এদিন পিত্রোদার বক্তব্যের কড়া নিন্দা করে লেখেন, ভারতীয় সেনাকে বারবার অপমান করেছে বিরোধীরা। এটা অত্যন্ত লজ্জার।
পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদবকেও একহাত নেন। তিনি বলেন, রামগোপাল যাদব কাশ্মীরে দেশের রক্ষায় যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি সন্দেহ করে অপমান করছেন। এ শুধু সেনাই নয় শহিদদের পরিবারদেরও অপমান। মোদী বলেন দেশবাসী এই অপমানের উত্তর দেবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news