নিজস্ব সংবাদদাতা
রামরাজ্য রথ যাত্রার জন্য রাজ্যের শান্তি ও শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা করে তামিলনাডু সরকারের কাছে রথযাত্রাকে রাজ্যে ঢুকতে না দেওয়ার আর্জি জানালেন ডিএমকের কার্যকারী সভাপতি স্ট্যালিন। তিনি বলেন এই রথযাত্রা তামিলনাডুতে ঢুকলে রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট হতে পারে। এদিকে, তিরুনেলভেলিতে বিশ্ব হিন্দু পরিষদের এই রথযাত্রার বিরোধিতার পর সেখানে ২ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রসঙ্গত, ১৩ ফেব্রুয়ারি অযোধ্যা থেকে রামরাজ্য রথযাত্রার সূচনা করা হয়।