মধুমন্তী :
একটা সময় ছিল যখন সপ্তাহের শুক্রবার মানেই রামগোপাল বর্মার নতুন ছবি। রামগোপালবাবু নিজেও বলতেন তাঁর রয়েছে এক বিশাল সিনেমার কারখানা। শুধু বাণিজ্যিক ছবিই নয়, সত্তা’র মতো অন্যধারার ছবিও তাঁর ঝুলিতে রয়েছে। এস এস রাজামৌলির ছবি ‘বাহুবলি টু’ মুক্তি পাওয়ার পর সেই নিয়ে বেজায় আপ্লুত হয়ে রাজামৌলির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রামগোপাল।
ক্লিন্তু হঠাৎ-ই ১৮০ ডিগ্রী ঘুরে রীতেশের প্রশংসায় মজেছেন রাম গোপাল। কারন, বাহুবলি সিরিজকে টেক্কা দিতে নতুন ছবি করতে চলেছেন রীতেশ। ছত্রপতি শিবাজি’র জীবনীকে কেন্দ্র করে এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন রীতেশ। ছবিটি হবে মারাঠিতে। খরচা পড়বে ২২৫ কোটি টাকা। যা বাহুবলির প্রায় কাছাকাছি।
সেই প্রসঙ্গে রামগোপাল বৃহস্পতিবার সকালে টুইট করে জানান, শিবাজী অনেক বেশি যুক্তিসঙ্গত ছবি হতে চলেছে বাহুবলির থেকেও। আগামীদিনে এই ছবি ঐতিহাসিক জায়গা নেবে বলে আমার বিশ্বাস। অনেক শুভেচ্ছা রিতেশের জন্য।
যদিও তাঁর এই উদার মনের পিছনে অন্যরকম যুক্তি দেখছেন সিনে ট্রেড অ্যানালিস্টদের একাংশ। শোনা যাচ্ছে, তিনি নাকি টাকার গন্ধে দল বদল করছেন। শিবাজি অনেক বর্নময় এবং বাস্তব। তাই ছবি হিট করার সম্ভাবনাও প্রবল। ব্যাবসাও তাই ভালই হবে।
Khub sundor thotho vhittik lekha hoyache, pore vhalonlaglo…