ওয়েব ডেস্ক :
অভিনয়কে পেশা করেই তাঁদের এগিয়ে চলা। টলি পাড়ার তাঁদের নাম শোনেননি এমন মানুষ মেলা ভার। কিন্তু এবার তাঁরা নাম লিখিয়ে ফেলেছেন সঙ্গীতশিল্পীদের তালিকায়। কথা হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং তাঁর বাবা সন্তু মুখোপাধ্যায়কে নিয়ে।
সম্প্রতি ২৫শে বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে তাঁদের ডেবিউ রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম ‘আমার মুক্তি আলোয় আলোয়’র টাইটেল ট্র্যাক। ছোট থেকে বাবার মুখে মুখে গান শুনেই বেড়ে ওঠা স্বস্তিকার। তাই সেভাবে প্রথাগত গানের তালিম কখনই নেননি তিনি। অ্যালবামটি ব্যবস্থাপনা করেছেন সত্রজিত সেন।
দেখে নিন সেই ভিডিও।