
ভূলে বিসরে গীত
———————-
হয়তো আবছা হতে হতে মিলিয়ে যাব একদিন,
তুমি নতুন সংসার
তুমি স্বামীর সোহাগ
তুমি অপত্যস্নেহে।
হয়তো আবছা হতে হতে মিলিয়ে যাব একদিন,
কিছু পড়ন্ত বিকেলে জেটি থেকে উড়ে যাওয়া পরিযায়ী পাখিটার মতো;
কালেভদ্রে কোনো হেমন্তের বিকেলে মদের গন্ধ নাকে এলে
মনে পড়লেও পড়তে পারে, অথবা
পারে না!
হয়তো আবছা হতে হতে মিলিয়ে গিয়েও
জানালার ধারে একা তুমি,
একা কফির কাপ
একটা না ভুলতে চাওয়া বিকেল।
জানি, জানি, জানি।
অরিন্দম ভাদুড়ী: ১৯৮২ সালের ১১ই জানুয়ারি জন্ম। পড়াশোনা হাওড়ার কেদারনাথ স্কুলে। অতঃপর উচ্চশিক্ষা কম্পিউটার নিয়ে। চাকুরিজীবনে একাধিক রঙের সম্ভার, করপোরেট থেকে সেনা বাহিনী।
লেখা শখ নয়, শান্তি। পথ চলতে চলতে দেখা পাঁচালীর সমাহারে সমৃদ্ধ চারটি কাব্যগ্রন্থ।
না লিখতে পারা আমার বই (অসময় প্রকাশনী)
বিদেহীর ডায়েরি থেকে (উড়ান প্রকাশনা)
দশ আঙুলের ছাপ (খসড়া প্রকাশনা)
ভালো থাকিস,বইটা ছাপিস (উড়ান প্রকাশনা)
চোখে এখন ফেলে আসা শৈশব, কৈশোরের গল্পগাথা নিয়ে ‘কেয়ার অব ৫৫/২/১’
আগামীর দিকে তাকিয়ে লেখক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news