ওয়েব ডেস্ক
বিজয় মাল্যর তরফে তাঁর ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। উল্লেখ্য, স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভিদ ৪ঠা ফেব্রুয়ারি বিজয় মাল্যর প্রত্যর্পণের আর্জি জানান। ১৪ই ফেব্রুয়ারি প্রত্যর্পণের বিরোধীতা করে আপিলের আর্জি করেন বিজয় মাল্য। তারই ২০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত জানাল লন্ডনের হাইকোর্ট।
লন্ডনের বিচারপতির তরফে জানানো হয়েছে ৫ই এপ্রিল মাল্যর আপিলের আর্জি নাকচ করে দেয় আদালত। এরপর নিয়ম অনুযায়ী ১০ দিনের মধ্যে ফের একবার মৌখিক আপিলের আর্জি জানাতে পারেন বিজয় মাল্য। প্রসঙ্গত আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যবসায়ী বিজয় মাল্য কয়েকমাস আগেই লন্ডনে গ্রেফতার হন।