ওয়েব ডেস্কঃ
রবিবার রাতে প্রয়াত হন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। দেশজুড়ে যখন প্রিয় নেতার প্রয়াণে শোকবার্তা উপচে পড়ছে সোশাল মিডিয়ায়, তখন অত্যন্ত লজ্জাজনকভাবে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে পড়ল কংগ্রেস। পর্রীকরের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল গোয়া প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেসের দুই নেতা গিরিশ চন্দাকার এবং চন্দ্রকান্ত কেভলেকার মধ্যরাতে রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে চিঠি পাঠিয়ে সরকার গঠনের জন্য তাঁদের সুযোগ দেওয়া উচিত বলে আর্জি জানান।
এদিন মনোহর পর্রীকরের প্রয়াণের পর শাসক-বিরোধী দুই দলই নতুন করে মুখ্যমন্ত্রীর খোঁজ শুরু করে দেয়। বিজেপি ও কংগ্রেস উভয় দলই সরকার গঠনের জন্য দাবি করে। তবে রাজ্য পরিষদীয় দফতর সূত্রে খবর, শাসক জোটকে রাজ্যপালের কাছে নতুন করে তাঁদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে।