ওয়েব ডেস্ক
লোকসভা নির্বাচনের পর ভারতের সঙ্গে কুটনৈতিক আলোচনায় রাজি ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, ভারতে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় রাজি ইসলামাবাদ। তিনি আরও বলেন, পুলওয়ামা হামলার পর দু দেশের মধ্যে যে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল তা আলোচনার মাধ্যমে ঠিক হতে পারে। তবে নির্বাচনের আগে ভারতের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলেও মনে করছেন ফাওয়াদ চৌধুরী।
উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ভারতের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি তৈরি করার অভিযোগ তুলেছিলেন। এরপর ইসলামাবাদের তরফে আলোচনার আহ্বান পাকিস্তানের কোনও কুটনৈতিক চাল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।