Breaking News
Home / TRENDING / ভোটের পর ভারতের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান
flags of Pakistan and India painted on cracked wall

ভোটের পর ভারতের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান

ওয়েব ডেস্ক

লোকসভা নির্বাচনের পর ভারতের সঙ্গে কুটনৈতিক আলোচনায় রাজি ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, ভারতে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় রাজি ইসলামাবাদ। তিনি আরও বলেন, পুলওয়ামা হামলার পর দু দেশের মধ্যে যে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল তা আলোচনার মাধ্যমে ঠিক হতে পারে। তবে নির্বাচনের আগে ভারতের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলেও মনে করছেন ফাওয়াদ চৌধুরী।

উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ভারতের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি তৈরি করার অভিযোগ তুলেছিলেন। এরপর ইসলামাবাদের তরফে আলোচনার আহ্বান পাকিস্তানের কোনও কুটনৈতিক চাল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *