ওয়েব ডেস্ক
লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের ৪৪ ঘন্টা আগেই জম্মু-কাশ্মীরের জেল থেকে দিল্লির তিহার জেলে সরানো হল বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। এক গোপন অপারেশনের মাধ্যমে ইয়াসিন মালিককে স্থানান্তর করা হয় বলে জেল সূত্রের খবর। মঙ্গলবার পর্যন্ত কারাগারের দি-তিনজন উচ্চ পদস্থ কর্তা ছাড়া কেউই এই স্থানান্তরের কথা জানত না। উল্লেখ্য, কয়েকদিন আগেই কাশ্মীরের একটি হাই সিকিউরিটি জেলে বন্দিদের স্থানান্তরের গুজব রটায় জেল ভাঙচুর করে বন্দিরা। আগুন লাগিয়ে দেওয়া হয় জেলের ভেতর তৈরি অস্থায়ী আবাসে। সিআরপিএফ এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এরপরই গোপন অপারেশনে ইয়াসিন মালিককে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, মার্চ মাসে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের দল জেকেএলএফকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। এতদিন জম্মুর কোট বালওয়াল জেলে ছিলেন মালিক। এরপর থেকে তাঁর ঠিকানা হল হাই সিকিউরিটি তিহার জেল।