ওয়েব ডেস্ক
ভারতের ইহুদী প্রার্থনাস্থলে হামলা চালাতে পারে আইএস ও আল কায়দা জঙ্গি গোষ্ঠী। কয়েকদিন আগে কেন্দ্রীয় গোয়েন্দারা এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে এই খবর জানায়। এরপরই দিল্লি, মুম্বই ও গোয়া প্রশাসনকে এবিষয়ে সতর্ক করা হয়েছে। জানা গিয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কায়দায় ছুরি বা ধারাল অস্ত্র অথবা গাড়ির সাহায্যে হামলা করতে পারে জঙ্গিরা। এই খবর পাওয়ার পরই ইজরায়েল দূতাবাস, শাবাদ হাউস, মুম্বইয়ে ইজরায়েলের কনসাল জেনারেল ও দেশের বিভিন্ন ইহুদী প্রার্থনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আইবি সূত্রে খবর, ২০ মার্চ প্রথম একটি অডিও রেকর্ডিং মারফত এধরনের হামলার কথা জানতে পারে তারা। ওই রেকর্ডিংয়ে আইএস জঙ্গি নেতা আবু হাসান আল মুজাহির নিজের সঙ্গীদের নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হত মুসলমানদের মৃত্যুর বদলা নিতে আহ্বান করে। আল মুজাহির তার সঙ্গীদের সঙ্গে হামলার ধরন নিয়েও আলোচনা করে বলে খবর। জানা গিয়েছে, আল মুজাহির সমর্থকদের প্রথাগত ধারার বাইরে গিয়ে হামলা চালানোর কথা বলেছে। এরপর থেকেই দিল্লির সব ইহুদী প্রার্থনাস্থলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।