ওয়েব ডেস্কঃ-
এবার ভাবী মা-বাবাদের জন্য এক অভিনব প্রয়াস নিলো কলকাতা হাই কোর্ট। যেখানে সন্তান জন্মের ঠিক আগে কি ধরনের সচেতনতা অবলম্বন করার প্রয়োজন তার হদিশ দিলো এই আলোচনা সভা।
যেখানে উপস্থিত ছিলেন ডিভিশন বেঞ্চের চিফ জাসটিস নিশিতা মাত্রে এবং টি চক্রবর্তী। যেখানে এও বলা হয়েছিল কোনরকম শারীরিক পরীক্ষানিরীক্ষা চালানো হবে না।
‘আরোগ্য ভারতী’র পরিচালনায় একটি ভিডিওগ্রাফি সহ এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল একাল ভবনে।
এই সভার সংগঠক কাউন্সিল ফিরোজ এদুলজি এই অনুষ্ঠানে রাখেন লিফ্লেলেট বিলির মাধ্যমে মানুষকে সচেতন করার প্রয়াস। যেখানে এবিষয়ে বক্তৃতা রাখেন এক আর্্যুবেদ চিকিৎসক।
গোটা অনুষ্ঠানটাই ছিল মূলত গর্ভাবস্থায় কি ধরনের সচেতনতা নিতে হবে সে বিষয়ে। যা যথেষ্ট উপকারে এসেছে বলে জানান ভাবী অভিভাবকেরা।