নন্দিনী সেনগুপ্ত :
অনেক পেয়েছ ব্যথা, অনাবশ্যক যতিচিহ্নে।
অরণ্য কারো কাছে, তোমারও-
আর কোনও ঋণ নেই।
যূথচারী কুঠারেরা ধেয়ে যায় ঝড় শেষ হলে-
নিথর শিকড়হাত-
জানবে না খুন কাকে বলে।
সময় বছরশেষে বৃত্তের রেখা এঁকে যায়।
সে শরীর ছুঁয়ে বসি-
তবুও থাকে না কোনও দায়।
হিসেব লিখেছ তুমি, বাতাসেই ফিরিয়েছ প্রাণ-
বেড়েছে শহরভূমি-
তিল তিল ভুল পরিমাণ।
আমিই হন্তারক, অপ্রেম ঢাকবে সবুজে?
ঢেকে দিও এ হৃদয়,
ব্যথা দিই না বুঝে ও বুঝে।