Breaking News
Home / সান-ডে ক্যাফে / কবিতা / ব্যথা : নন্দিনী সেনগুপ্ত

ব্যথা : নন্দিনী সেনগুপ্ত

নন্দিনী সেনগুপ্ত :

অনেক পেয়েছ ব্যথা, অনাবশ্যক যতিচিহ্নে।

অরণ্য কারো কাছে, তোমারও-

আর কোনও ঋণ নেই।

যূথচারী কুঠারেরা ধেয়ে যায় ঝড় শেষ হলে-

নিথর শিকড়হাত-

জানবে না খুন কাকে বলে।

সময় বছরশেষে বৃত্তের রেখা এঁকে যায়।

সে শরীর ছুঁয়ে বসি-

তবুও থাকে না কোনও দায়।

হিসেব লিখেছ তুমি, বাতাসেই ফিরিয়েছ প্রাণ-

বেড়েছে শহরভূমি-

তিল তিল ভুল পরিমাণ।

আমিই হন্তারক, অপ্রেম ঢাকবে সবুজে?

ঢেকে দিও এ হৃদয়,

ব্যথা দিই না বুঝে ও বুঝে।

Spread the love

Check Also

রবিবারের কবিতা, কিশোর ঘোষ

 কিশোর ঘোষ চলুন বেড়িয়ে আসি ছুটি কি শালুকফুলের মূল? পিংলার পলিউশনহীন তারা? রাতের মতোন দিন …

রবিবারের কবিতা, কমলেশ পাল

কমলেশ পাল করবীকে দেখো করবী সকল পাতা হলুদ বানিয়ে বসে আছে। আমি যে কালকে ওকে …

‘অফুরান গোলাপ নিয়ে চুলের ফিতে বুনছি’, ৩টি কবিতা, মৌমিতা পাল

 মৌমিতা পাল: মওকা বুঝে এসেণ্সবুড়ি ফুটপাথে ঘুমোক ভালোবাসা নিপাত যাক দৃশ্যত কামাতুর রাতে দূরত্বে প্রেম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *