দেবক বন্দ্যোপাধ্যায় :
কংগ্রেস হাইকমান্ডের কাছে আর কিছু আশা করেন না অধীর চৌধুরী। মঙ্গলবার সনিয়া-মমতা বৈঠক। তার আগে ঘনিষ্ঠ মহলে এরকমই মনোভাব প্রকাশ করলেন বহরমপুরের বাদশা। সনিয়া-মমতা বৈঠকের আলোচ্য বিষয় রাষ্ট্রপতি নির্বাচন। তবু, এই বৈঠকের তাৎপর্য যে আরও একটু বেশি সুদূরপ্রসারী, তা বুঝতে রাজনৈতিক পণ্ডিত হওয়ার দরকার হয় না। এমনটাই বলছে রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবন। মঙ্গলবারের বৈঠকের আগে দলের সভানেত্রীকে একটি চিঠি দিয়েছেন অধীর। দলের তরফে সাংবাদিক বৈঠক ডেকে সে কথা জানিয়েছেনও। কী আছে চিঠিতে? চিঠির মোদ্দা বক্তব্য হল — রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সনিয়াজি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা আলোচনা করার করুন। সর্বভারতীয় রাজনীতির কৌশল ঠিক করুন কিন্তু রাজ্য কংগ্রেসকে যেন আর তৃণমুলের সঙ্গে আপসের পথে হাঁটতে না হয়। ১০ জনপথে এখন যেরকম হাওয়া তাতে অধীরদের আশা পুরণ হওয়ার সম্ভাবনা কম। বিজেপির বিরুদ্ধে সবচেয়ে সরব মমতাকে এখন নিজের সঙ্গেই চাইছেন সনিয়া। এই সুযোগে মমতাও যে রাজনীতির নিয়ম মেনে রাজ্যের কংগ্রেসকে আরও আঁচলে বাঁধতে চাইবেন এতে আর নতুন কী? এমতাবস্থায় অধীর আর ‘ভাল কিছু’ আশা করছেন না সনিয়া-রাহুলের থেকে। তাহলে কী করবেন অধীর? বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে বলে খবর। ঘনিষ্ঠ মহলে অধীর বলেছেন, কংগ্রেস যদি আবার তৃণমূলের হাত ধরে তাহলে বিজেপিতেই চলে যাব। এমন কথাও শোনা যাচ্ছে অধীরের ঘনিষ্ঠ মহলে। কংগ্রেস করা সহজ। ছাড়াও সহজ। ছাড়ার পর আবার ধরাও সহজ। কিন্তু টিকে থাকা কঠিন। নিছক আড্ডায় এই কথাগুলি বলে থাকেন অধীর। মঙ্গলবারের পর কোন পথ বেছে নেবেন অধীর? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Ami dadar sathe