Breaking News
Home / অথ রাজনীতি কথা / দিল্লির হাওয়া ঠিক করবে অধীরের গতিপথ

দিল্লির হাওয়া ঠিক করবে অধীরের গতিপথ

দেবক বন্দ্যোপাধ্যায়    :

কংগ্রেস হাইকমান্ডের কাছে আর কিছু আশা করেন না অধীর চৌধুরী। মঙ্গলবার  সনিয়া-মমতা বৈঠক। তার আগে ঘনিষ্ঠ মহলে এরকমই মনোভাব প্রকাশ করলেন বহরমপুরের বাদশা। সনিয়া-মমতা বৈঠকের আলোচ্য বিষয় রাষ্ট্রপতি নির্বাচন। তবু, এই বৈঠকের তাৎপর্য যে আরও একটু বেশি সুদূরপ্রসারী,  তা বুঝতে রাজনৈতিক পণ্ডিত হওয়ার দরকার হয় না। এমনটাই বলছে রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবন।  মঙ্গলবারের বৈঠকের আগে দলের সভানেত্রীকে একটি চিঠি দিয়েছেন অধীর। দলের তরফে সাংবাদিক বৈঠক ডেকে সে কথা জানিয়েছেনও। কী আছে চিঠিতে? চিঠির মোদ্দা বক্তব্য হল — রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সনিয়াজি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা আলোচনা করার করুন। সর্বভারতীয় রাজনীতির কৌশল ঠিক করুন কিন্তু রাজ্য কংগ্রেসকে যেন আর তৃণমুলের সঙ্গে আপসের  পথে হাঁটতে না হয়। ১০ জনপথে এখন যেরকম হাওয়া তাতে অধীরদের আশা পুরণ হওয়ার সম্ভাবনা কম। বিজেপির বিরুদ্ধে সবচেয়ে সরব মমতাকে এখন নিজের সঙ্গেই চাইছেন সনিয়া। এই সুযোগে মমতাও যে রাজনীতির নিয়ম মেনে রাজ্যের কংগ্রেসকে আরও আঁচলে বাঁধতে চাইবেন এতে আর নতুন কী? এমতাবস্থায় অধীর আর ‘ভাল কিছু’  আশা করছেন না সনিয়া-রাহুলের থেকে। তাহলে কী করবেন অধীর? বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে বলে খবর। ঘনিষ্ঠ মহলে অধীর বলেছেন, কংগ্রেস যদি আবার তৃণমূলের হাত ধরে তাহলে বিজেপিতেই চলে যাব। এমন কথাও শোনা যাচ্ছে অধীরের ঘনিষ্ঠ মহলে। কংগ্রেস করা সহজ। ছাড়াও সহজ। ছাড়ার পর আবার ধরাও সহজ। কিন্তু টিকে থাকা কঠিন। নিছক আড্ডায় এই কথাগুলি বলে থাকেন অধীর। মঙ্গলবারের পর কোন পথ বেছে নেবেন অধীর? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *