নীল বণিক
শহরের বুদ্ধিজীবীদের মিছিলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, যারা রবিবারের দুপুরে রাস্তায় নেমেছেন, তাদের সত্যিই কোন বুদ্ধি নেই। আসলে রাজ্যের মানুষের মন থেকে বিচ্ছিন্ন হয়ে পরেছেন। এখন তাই প্রচার পাবার জন্য রবিবার দুপুরে তরুন মজুমদার, শঙ্খ ঘোষেরা রাস্তায় নেমেছেন বলে জানান দিলীপ ঘোষ। প্রসঙ্গত রাজ্যের রানিগঞ্জ, আসানসোলের সাম্প্রদায়িক হিংসার ঘটনার বিরোধিতা করে মিছিল করেন নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তরুন মজুমদারের মতো বিশিষ্টরা। মিছিলে সকল বিশিষ্টরা হিংসার জন্য বিজেপিকে দায়ি করেছেন। তার জবাবেই রাজ্যের বুদ্ধিজীবীদের আক্রমন করেন তিনি। এমনকি রাজ্যের মানুষ তাদের বর্তমানে পাত্তা দেয়না বলে জানান দিলীপ ঘোষ। মিছিলে হাঁটা বিশিষ্টরা সবাই একটি বিশেষ বিশেষ রাজনৈতিক দলের তাঁবেদার বলে জানান তিনি। তাবেদার কথা না শুনেই রাজ্যের মানুষ বিজেপির দিকে ঝুঁকছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
