নীল বণিক
পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মন্ডলের জেলা বীরভূমে সক্রিয় হচ্ছে মাওবাদীরা। শিবপুর মৌজা, দুবরাজপুর, মহম্মদ বাজারের পাঁচামির কৃষকদের ক্ষোভকে কাজে লাগাতে মরিয়া মাওবাদীরা। শিল্পের জন্য এইসব জায়গায় জমি নিয়েছে রাজ্য সরকার। তাতে এক অংশের কৃষকদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। অনিচছুক সেই সব কৃষকদের নিয়ে দুবরাজপুর,মল্লারপুর,মহম্মদ বাজারে সক্রিয় হয়েছে মাওবাদীরা। সূত্রের খবর এরমধ্যে মহম্মদ বাজারে মাওবাদীরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। ঝাড়খন্ডের দুমকা থেকে রাতে মাওবাদীরা ঢুকছেন পাঁচামি, হরিনসিংহা, ভাঁড়কাটা সহ বিভিন্ন গ্রামে। শিবপুর মৌজায় পঞ্চায়েত ভোটের আগেই একেবারে ভাঙড়ের ধাঁচে অনিচ্ছুক কৃষকদের নিয়ে আন্দোলনে নামতে চায় মাওবাদীরা। তবে এই আন্দোলনে ছোট ছোট বামপন্থী গণ সংগঠনগুলিকে সামনে রেখেই লড়তে চান মাওবাদীরা। পিছন থেকেই আন্দোলনের রাশ নিয়ন্ত্রনে রাখবে মাওবাদীরা।