ভাস্কর মান্না:
২০১৯-এ বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০০ জন সেলিব্রিটির নামের তালিকা প্রকাশ করল গবেষক সংস্থা ফোর্বস। সেই তালিকায় রয়েছেন কেবলমাত্র একজন ভারতীয় সেলিব্রিটি। তিনি অক্ষয় কুমার।
অক্ষয়ের নাম ওই তালিকায় ৫১ নম্বরে রয়েছে। সিনেমায় কাজ করার জন্য ২০১৯-এ সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় অক্ষয় রয়েছে ৩৩ নম্বরে। ২০১৯-এ অক্ষয়ের আয় ৬.৫ কোটি ডলার ( ৪৪৪ কোটি টাকা )। গত এক বছরে অক্ষয় সিনেমা পিছু পারিশ্রমিক হিসেবে ৩৪ কোটি থেকে ৬৮ কোটি টাকা নেন। ২০১৮-তে অক্ষয় ২৭০ কোটি টাকা আয় করে ওই তালিকায় ৭৬ নম্বরে ছিল।
এবারের তালিকায় সলমন খানের নাম নেই। গত বছর ২৫৭ কোটি টাকা আয় করে সলমন ৮২ নম্বরে ছিল। গত বছর বাদ পড়েন শাহরুখও। ২০১৭ সালে শাহরুখের নাম ছিল ৬৫ নম্বরে।
ফোবর্সের ওই তালিকায় ২০১৯-এর সর্বোচ্চ আয়করা সেলিব্রিটিদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন আমেরিকার গায়ক টেলর শিফ্ট। গত এক বছরে তিনি ১৮৫ কোটি ডলার ( ১২৬৩ কোটি টাকা ) আয় করেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার কাইলি জেনর। তাঁর আয় ১১৬১ কোটি টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news