তীর্থ মাহাতো
লম্বা সফরের পর তিনি বিশ্রাম নিয়ে নিতে পছন্দ করেন। দীর্ঘ ক্রিকেট সূচী যেই মুহূর্তে তঁাকে ক্লান্ত করে, তখনই তিনি ছুটি নিয়ে নেন। তৃতীয় একদিনের ম্যাচের পরই বিশ্রামে গিয়েছিলেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন। সোমবারই ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি–টোয়েন্টি সিরিজে মাঠে নামবেন। তার আগে সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করেছেন। যে ছবি ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হঁাটছে বিরুষ্কা। যে ছবি নিয়ে অনেকেই অনেকরকম কমেন্ট করেছেন। ছুটি শেষ। এবার আবার বিরাটের পাখির চোখ ভারতকে আরও উপরের
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news