নীল রায়
স্ত্রীকে নিয়ে ওঠা যবতীয় অভিযোগের উত্তর দিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের আমতলার পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে বলেন, “আমার স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বিদেশ থেকে সোনা আনার যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনও সত্যতা নেই। বিমানবন্দরে কী হয়েছে তার সিসিটিভি ফুটেজ বের করা হোক। যদি একটা সেকেন্ডর ভগ্নাংশও দেখাতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেব।” তাঁর অভিযোগ, শুল্ক আধিকারিকদের চাওয়া ৫০ হাজার টাকা না দেওয়ায় তাঁর স্ত্রীকে হয়রান করা হয়েছে। তিনি আরও বলেন, “কেউ বলছেন দু’কিলো সোনা, কেউ বলছেন পঞ্চাশ হাজার ডলার নিয়ে আসছিল। অনেকে আবার বলছেন সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। আমি তাঁদের বলছি, গোটা বিমানবন্দর সিসিটিভি ক্যামেরার আওতাধীন। যদি একটা সেকেন্ডের কোনও ক্লিপিং দেখাতে পারেন আমি রাজনীতির আঙিনায় পা রাখব না, এত বড় কথা বলে দিলাম।” অভিষেক বলেন, ” গ্রিন চ্যানেল থেকে রুজিরা এবং তাঁর সঙ্গে থাকা মহিলাকে রেড চ্যানেলে নিয়ে যাওয়া হয়।” তিনি আরও বলেন, আমার স্ত্রীর জন্ম এবং বড় হওয়া ব্যাঙ্ককে। গত ৩৪ বছর ধরে থাই পাসপোর্ট রয়েছে তাঁর। রুজিরা ভারতের ভোটার নন। মেডিক্যাল চেকআপের জন্য তিনি ব্যাঙ্কক গিয়েছিলেন।”অভিষেক বলেন, “একাধিক পোর্টাল এবং নামজাদা সংবাদমাধ্যম এই খবর করেছে। যা সর্বৈব মিথ্যা। সেই খবরের ভিত্তিতে বিজেপি, সিপিএম, আর কংগ্রেস নেতারা আওয়াজ তুলছেন। আমি সবাইকে আইনি নোটিস পাঠিয়েছি। দু’একদিনের মধ্যে মানহানির মামলা করব।” অভিষেক বলেন, “দেশের ১৩০ কোটি মানুষের মধ্যে আমিই একমাত্র যে, অমিত শাহের বিরুদ্ধে মামলা করেছি। তাই কি এত গাত্রদাহ?” তাঁর অভিযোগ, “আমার সঙ্গে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে আজ আমার স্ত্রীকে আক্রমণ করছে। কাল আমার পাঁচ বছরের মেয়েকে করবে।”