নীল বণিক
নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় এখনই গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে। এদিন কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই মামলার বুধবার শুনানি হয়। সেই মামলায় এদিন কলকাতা হাইকোর্ট বলে, এই মুহূর্তে বিধায়ক খুনের ঘটনায় বিজেপি নেতা মুকু্ল রায়কে গ্রেফতার করা যাবে না। তবে সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনার তদন্তে হাঁসখালি থানাকে মুকুল রায়ের তদন্তে সহযোগিতা করতে হবে। এমনকি তদন্ত চলাকালিন মুকু্ল রায় নদিয়ায় যেতে পারবে না বলেও জানায় হাইকোর্ট। তারসঙ্গে আগামী ৭ মার্চ পর্যন্ত মুকুল রায়কে রাজ্য পু্লিশ গ্রেফতার করতে পারবে না বলে জানান হাইকোর্ট। বিধায়ক খুনের পরবর্তী মামলা কলকাতা হাইকোর্টে উঠবে আগামী ৫ ই মার্চ।