ওয়েব ডেস্ক
কেরলের মাইসোর-কোডাগু লোকসভা কেন্দ্রে জনতা দল (এস) ও কংগ্রেসের জোটে অসন্তুষ্ট জেডি(এস) কর্মীরা। অসন্তোষ এতটাই যে দলের অনেক সদস্যই জেলা সভাপতি জি টি দেবেগৌড়াকে জানিয়ে দিয়েছেন, তারা বিজেপি প্রার্থীকে ভোট দেবে কিন্তু জোটপ্রার্থী সি এইচ বিজয়শঙ্করকে ভোট দেবেন না। আজ দলীয় কর্মীদের সঙ্গে আবারও বৈঠকের পর দেবেগৌড়া জানিয়ে গেন মাইসোর-কোডাগু লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর ভরাডুবি হলে তার জন্য তিনি বা তাঁর সহকর্মী সা রা মহেশ দায়ি থাকবেন না। তিনি যে বারবার চেষ্টা করেও দলীয় কর্মীদের জোটধর্মে রাজি করাতে পারেননি তাও স্পষ্ট করে দেন জি টি দেবেগৌড়া। ফলে কেরলের মাইসোর-কোডাগু লোকসভা কেন্দ্রে জেডি(এস)-কংগ্রেস জোটের জয়ের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ল। উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে জোট করে প্রার্থী না দেওয়ায় ক্ষোভ তৈরি হয় দলীয় কর্মীদের মধ্যে।