দেবক বন্দ্যোপাধ্যায় :
কংগ্রেসকে সিপিএমের বি টিম আখ্যা দিয়ে আটানব্বই সালে নতুন দল গড়েছিলেন মমতা। সেই থেকে বি টিমের তকমা উলকির মতো লেগে রয়েছে প্রদেশ কংগ্রেসের গায়ে। সর্বভারতীয় রাজনীতির নানারকম বাধ্যবাধকতার কারণে দিল্লির কংগ্রেস এই রাজ্যে বামেদের ছেড়ে খেলার পক্ষপাতি ছিল। দলের লাইন মেনে রাজনীতি করতে গিয়ে রাজ্য কংগ্রেস ছিল কিংকর্তব্যবিমূঢ়। মৃদুভাষী সোমেন মিত্র এই কথাগুলো মাঝে মাঝে বলার চেষ্টা করেছেন তবে তা সংবাদ মাধ্যমের বদান্যতা পায়নি। এই সব সত্ত্বেও ১৯৯৬ সালে ৮৬টি আসনে জয়ী হয় কংগ্রেস। ২০০১ রাজ্যে বামেদের বিদায় হবে ভেবে যখন বুক বাঁধছে কংগ্রেস কর্মীরা তখনই ১৯৯৮ সালে নতুন দল ঘোষণা করলেন মমতা। কেন? কুণাল বলছেন, ২০০১-এ অবিভক্ত কংগ্রেস সরকার গড়লে আর যাই হোক মমতা মুখ্যমন্ত্রী হতে পারতেন না। বামফ্রন্টের মেয়াদ বাড়িয়ে দিয়েছিলেন মমতাই। দশ বছর পর রাজ্যে পরিবর্তন আনতে মমতাকে আবার কংগ্রেসেরই হাত ধরতে হয়েছিল।
কোন কোন যুক্তিতে কুণাল মমতাকেই সিপিএমের বি টিম ঠাওরালেন ? জানতে দেখে নিন সঙ্গের ভিডিয়ো।