নীল বণিক
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শো-কজ করা হল আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে। রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনার সৃঞ্জয় বসু জানান কমিশনের অনুমতি না নিয়েই বিজেপির নির্বাচনী গানের ভিডিও প্রকাশ করায় শো-কজ করা হয় বাবুল সুপ্রিয়কে। কমিশনের নিয়ম অনুয়ায়ী নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কোনও নেতার গান রিলিজ করার আগে গানটি কমিশনে পাঠাতে হয়। তারপর সেই গান কমিশনের মিডিয়া অ্যাডভাইজার কমিটি ক্ষতিয়ে দেখে রিলিজের অনুমতি দেয়। কিন্তু আসানসোলের সাংসদ সেই নির্দেশ না মেনে গান প্রকাশ করেছেন। সেজন্য তাঁকে সরাসরি শো-কজ করা হয়েছে বলে জানান সৃঞ্জয় বসু।
এছাড়াও বাবুলের গানে মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যবহৃত ভাষায়ও আপত্তি করেছেন রাজ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাব। আগামি ৪৮ ঘন্টার মধ্যে বাবুলকে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। আপাতত বাবুল সুপ্রিয়র গাওয়া গানটি রিলিজ হবে না। গানটির পুরো ভিডিও কমিশনকে জমা দিতে হবে। কমিশন বাবুল সুপ্রিয়র গানের ভিডিও দেখে তারপর মুক্তির সিদ্ধান্ত দেবে। পাশাপাশি বাবুলের গানের ভিডিও সংবাদ মাধ্যমেও না দেখানোর নির্দেশ দিয়েছে কমিশন।