নিজস্ব সংবাদদাতা :
বিশ্বমানের গোল। ময়দানে ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছেন বাগান উইঙ্গার চেস্টারপল লিংডো। কিন্তু জানেন কি এই লিংডোর ড্রেসিংরুম রহস্য? ম্যাচের কয়েকদিন আগে ফিজিও অভিনন্দন চ্যাটার্জির কাছে ‘কাপিং থেরাপি’ নিয়েছেন লিংডো। যা রিও অলিম্পিকে মাইকেল ফেল্পস নিয়েছেন। এই ‘কাপিং থেরাপি’ দারুণ কাজে লেগেছে, জানানচ্ছেন রেলওয়ে এফসি ম্যাচের নায়ক। ম্যাচের পর বাড়ি ফেরার পথে ফোনে বলেন, ‘কাপিং থেরাপি আমি এই প্রথমবার নিলাম। ফাইন। শরীর তরতাজা থাকে। পেশির সব ব্যথা দূর হয় এতে।’ শুক্রবারের ম্যাচের নায়কের ড্রেসিংরুম রহস্য আর ক’জনই বা জানতেন?