ওয়েব ডেস্ক:
মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে দীর্ঘ দিন নিজের কাছে ঘেঁষতে দেননি, সেই সিদ্দিকুল্লাই এখন মমতার অন্যতম সেনাপতি। বরকতির ‘বাড়াবাড়ি ‘ রুখতে মমতা মাঠে নামিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরীকে। বিতর্ক প্রিয় বরকতি লাল বাতির প্রেমে যেভাবে বিবৃতির বোমা ফাটিয়েছেন এবং দেশ জোড়া বিতর্কের জন্ম দিয়েছেন, তাতে বিরক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। শাহি ইমামকে আরও বাড়তে দিলে তিনি যে হাতের বাইরে চলে যাবেন সেটা বুঝতে সময় নেননি মমতা। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত আছে জেনেই ইমাম সাহেবের গাড়ির লালবাতি খুলে নেয় কলকাতা পুলিশ। গত বৃহস্পতিবার বরকতি টেলিফোনে চ্যানেল হিন্দুস্তানকে বলেন, তাঁর লড়াই আর এস এস-এর বিরুদ্ধে। তাঁর কথায় ভয় পেয়ে বিজেপি সুর নরম করছে বলেও তিনি দাবি করেন। এদিকে আজ, শনিবার, কলকাতা প্রেস ক্লাবে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, বরকতির কার্যকলাপ সঙ্ঘ নেতাদের উৎসাহ দিচ্ছে। ঠিক কী বললেন সিদ্দিকুল্লা? জানতে দেখুন ভিডিয়ো।