নীল বণিক
মতুয়াদের বন্ধু সেজে থাকলেও তা যে তৃণমূলের মুখোশ তা আরও একবার জানিয়ে করে দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন ঠাকুরনগরে বড়মা বীণাপাণি দেবীর স্মরণসভায় বিজয়বর্গীয় বলেন বিজেপি চেয়েছিল বাংলাদেশ থেকে আগত মতুয়ারা নাগরিকত্ব পাক। সেইজন সংসদে বিজেপি নাগরিক সংশোধনী বিল পাশ করেছিল। তবে তৃণমূল রাজ্যসভায় বিলটির তীব্র বিরোধীতা করে। যেজন্য এই বিলটি রাজ্য সভায় পাশ করান যায়নি । এই বিল রাজ্যসভায় পাশ না করতে না দিয়ে তৃণমূল মতুয়াদের সঙ্গে বেইমানি করেছে বলে অভিযোগ করেন বিজয়বর্গীয়। এ রাজ্য থেকে তৃণমূলকে ছুঁড়ে ফেলতে পারলেই এই বিলটি পাশ করানো যাবে বলে জানান তিনি। এদিন রবিবার বড়মার স্মরণ সভায় মতুয়া সম্প্রদায়ের কাছে বিজেপিকে ভোটদানের আবেদন জানান কৈলাস বিজয়বর্গীয়।