হৃদটুকু সম্বল
পার্থসারথি পাণ্ডা
গাঙের বুকে গাঙ ভাসে গো
প্রবল ছলাৎছল
তার অতলে ঝাঁপ দিয়েছি
হৃদটুকু সম্বল
আর যা কিছু সমস্ত সে’
অগ্নি-আখর লেখে
চাঁদ পোড়ে গো প্রখর তাপে
ছাইটুকু যায় রেখে
তোমার দিঠি অশ্রুমতী
তোমার আছে জল
তার অতলে ঝাঁপ দিয়েছি
হৃদটুকু সম্বল
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2017/07/parthasarathi-pandas-poem/