প্রসেনজিৎ ধর
পেনশন না পেয়ে বিক্ষোভের পথ বেছে নিলো কোন্নগরের অবসরপ্রাপ্তরা। শনিবার সকালে কোন্নগর স্টেট ব্যাঙ্কে বিক্ষোভ দেখান তারা। মাসের ছয় তারিখ হয়েগেলেও পেনশনের টাকা হাতে পাননি পেনসনারা। ব্যাঙ্কে গিয়ে বারবারই খালিহাতে ফিরে আসতে হয়েছে তাদের। শনিবার টাকা দেওয়ার কথা থাকলেও ব্যাঙ্ক তা দিতে পারনি। ফলে ক্ষুদ্ধ পেনসনাররা ব্যাঙ্কের ভিতরেই বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিষয়ে একজন ব্যাঙ্ককর্মী জিজ্ঞাস করলে তিনি বলেন, লাইফ সার্টিফিকেটের ফাইল আপলোড না হওয়ার জন্যে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আগামী দশ তারিখের মধ্যে গ্রাহকরা পেনশন পেয়ে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। দেখুন ভিডিও
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan