ওয়েব ডেস্ক
রবিবার জম্মু কাশ্মীরের পুঞ্চ সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে এক ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হল। শনিবার বিকেল ৫.৩০ টা থেকে পুঞ্চের শাহপুর ও কেরনী এলাকা লক্ষ্য করে গুলিবৃষ্টি করতে থাকে পাক সেনা। ভারতীয় সেনার তরফেও যোগ্য উত্তর দেওয়া হয়। তবে তাতে পাক সেনার কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। রাতভর সীমান্তবর্তী গ্রামগুলি লক্ষ্য করে মর্টার ও গুলি চালায় পাকিস্তান। সেই গুলিতেই আহত হন এক ভারতীয় জওয়ান। সেনা হাসপাতালে চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়। এইদিনে দুদিনে পাক সেনার গুলিতে ২ ভারতীয় জওয়ান শহিদ হলেন। উল্লেখ্য, বালাকোটে জৈশ-এ-মহম্মদের ক্যাম্পে হামলার পর বার বার সিজ ফায়ার উলঙ্ঘন করেছে পাকিস্তান।