Breaking News
Home / TRENDING / পর্রীকরের শেষকৃত্যের পর কলা ভবনের ‘শুদ্ধিকরণ’! উত্তাল সোশাল মিডিয়া, বিস্তারিত জানুন ক্লিক করে

পর্রীকরের শেষকৃত্যের পর কলা ভবনের ‘শুদ্ধিকরণ’! উত্তাল সোশাল মিডিয়া, বিস্তারিত জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের শেষকৃত্যের পর পণজীমের কলা অ্যাকাডেমীতে হওয়া এক ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, পর্রীকরের শেষকৃত্যের পর যেখানে তাঁর দেহ রাখা হয়েছিল,কলা অ্যাকাডেমীর সেই জায়গায় একটি অনুষ্ঠান করেন অ্যাকাডেমীর কর্মী ও আধিকারিকরা। ভিডিও দেখে অনুষ্ঠানটি একটি ধর্মীয় আচার বলে বোঝা গেলেও তা ‘শুদ্ধিকরণ’ কিনা তা বোঝা যায়নি। এই ভিডিও সামনে আসার পরই বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন গোয়ার শিল্প ও কলা মন্ত্রী গোবিন্দ ঘাউড়ে।

সোশাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ্যে আসার পরই ট্যুইটে ক্ষোভ উগড়ে দেন দেশবাসী। এধরনের আচার পর্রীকরের মতো নেতার স্মৃতির অপমান বলে কমেন্ট করেন বহু। এমনিতে দেশের বেশীরভাগ সরকারি অফিসে বছরে একবার ধর্মীয় আচারে পুজো হয়। কিন্তু তার আগে দফতরের উচ্চ পদস্থ কর্তাকে তা জানাতে হয়। এক্ষেত্রে তা জানানো হয়নি বলে জানিয়েছেন দফতরের অধিকর্তা। ভিডিওতে দেখা গিয়েছে, যেখানে মনোহর পর্রীকরের দেহ শায়িত ছিল সেখানে ৪জন পুরোহিত মন্ত্রোপাঠ ও আচার করছেন। এই অনুষ্ঠান কুসংস্কার প্রমাণ হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোবিন্দ ঘাউড়ে।

উল্লেখ্য, মনোহর পর্রীকরের দেহ কলা অ্যাকাডেমীতে সকাল ১০টা থেকে ৪টে পর্যন্ত শায়িত ছিল। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী সহ বহু নেতা ও সাধারন মানুষ।

Spread the love

Check Also

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

আগামী সপ্তাহে শতাধিক ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: উন্নত পরিষেবা পেতে চলেছে পূর্ব রেল হাওড়া-বর্ধমান কর্ড শাখায়, আর তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *