নীল বনিক :
পচা ডিমের সন্ধানে মমতার পুলিশ। আগামী ২৫শে মে গেরুয়া শিবিরের লালবাজার ঘেরাও অভিযান নিয়ে সতর্ক কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম বিশাল গর্গ ইতিমধ্যেই স্পেশাল ব্রাঞ্চের হিন্দু সেকশন অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন। যেসব বিজেপি কর্মী লালবাজার অভিযানে অশান্তির পরিবেশ তৈরি করতে পারেন তাঁদের ওপর অগ্রিম নজরদারি করার নির্দেশ দিয়েছে লালবাজার। এমনকী শিয়ালদার যে-দোকানগুলোতে পচা ডিম বিক্রি হয় সেসব দোকানগুলোতে স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পচা ডিম বিক্রি করলে সঙ্গেসঙ্গে কলকাতা পুলিশকে জানাতে বলা হয়েছে বিক্রেতাদের। বিজেপির লালবাজার ঘেরাও অভিযান ম্যাঙ্গো লেনের মুখেই আটকাবে মিছিলে থাকা সাদা পোশাকের কলকাতা পুলিশ। ইটবৃষ্টি আটকাতে বিজেপি নেতাদের গাড়িগুলোর ওপর নজর রাখবে পুলিশ, সঙ্গে থাকবে টিয়ারগ্যাস আর চারটি জলকামান। তবে লালবাজার অভিযানের পুরো প্রস্তুতি স্পেশাল ব্রাঞ্চের হিন্দু সেকশনের রিপোর্ট পাওয়ার পরেই নেবে কলকাতা পুলিশ।
ছবি ঃ মধুমন্তী